![]() |
দেশের বাজারে অফিশিয়ালি লঞ্চ হলো Infinix Hot 10 ।ছবি: সংগৃহীত। |
Official Price: BDT 12990 (4/128Gb)
দেশে শুধুমাত্র একটি ভেরিয়েন্ট-ই লঞ্চ হয়েছে
দেশের বাজারে অফিশিয়ালি লঞ্চ হয়ে গেল Infinix Hot 10 ফোনটি।
আসুন দেখি কি থাকছে এই ফোনটিতে? কেন বাজারে এত হাইপ সৃষ্টি হয়েছে ফোনটিকে নিয়ে? চলুন জেনে নেয়া যাক-
১.প্রসেসর:
এই ফোনটি নিয়ে কথা বলতে গেলে প্রথমেই আসবে এর প্রসেসর'এর কথা। ফোনটিতে থাকছে Mediatek Helio G70 প্রসেসর। যা একটি প্রমাণিত গেমিং প্রসেসর।এই বাজেটে এটাই একমাত্র গেমিং প্রসেসর,যা প্রমাণিত গেমিং-এ বেস্ট পারফরমেন্স দিতে।
২.স্ক্রীন সাইজ ও রেজুলেশন:
এবার আসা যাক, এই ফোনটি স্ক্রীন সাইজ ও রেজুলেশনে। ফোনটিকে থাকছে ৬.৭৮ ইঞ্চি সাইজের বিশাল একটি ডিসপ্লে। যার রেজুলেশন HD+ । এই বাজেটের সাধারণত আমরা HD+ রেজুলেশনের ডিসপ্লেই বেশি দেখতে পাই। এছাড়াও ফোনটি Infinity O display. তাই স্ক্রিনে কালার গুলো দেখতে খুবই আকর্ষণীয় লাগে। তবে ডিরেক্ট সানলাইট এ কিছু সমস্যা হতে পারে ডিসপ্লেটি দেখতে।
৩.ব্যাটারি পারফরম্যান্স:
Infinix Hot 10 ফোনটিতে থাকছে 5200mAh এর বিশাল ব্যাটারি। যা আপনাকে নর্মাল ব্যবহার প্রায় এক থেকে দেড় দিন ব্যাকআপ দিবে। তবে হেভি ব্যবহারে দিনশেষে একবার চার্জ দিলেও দিতে হতে পারে। তবে দুঃখের বিষয় ফোনটিতে থাকছে না Type-C পোর্ট।
৪.ক্যামেরা:
ফোনটির ক্যামেরার কথা আসতে গেলে প্রথমে বলতে হবে এই বাজেটে Realme 5i এর পর এটাই হয়তো দ্বিতীয় কোয়ার্ড বা ৪ ক্যামেরার ফোন। ফোনটির পিছনে থাকছে 16 MP প্রাইমারি ক্যামেরা, তাছাড়াও থাকছে একটি 40mm Macro লেন্স, একটি AI লেন্স ও একটি Bokeh লেন্স। Infinix Hot 10 এর সামনে থাকছে 8 MP সেলফি ক্যামেরা, যার এ্যাপেচার F1.8। ফোনটির ক্যামেরা তে পাচ্ছেন Ultra Night Mood. যা এই বাজেটে খুবই ভাল একটি ব্যাপার।
ফোনটির ক্যামেরা বলা যায় কাজ চালানোর মত।
৫.প্রাইভেসি:
ফোনটির পিছনে থাকছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আনলক। এছাড়াও ফেস আনলক তো থাকছেই।
৬.অপারেটিং সিস্টেম:
ফোনটি চলছে অ্যান্ড্রয়েড এর লেটেস্ট ভার্সন Android 10-এ। Infinix Hot 10 রান করছে তাদের নিজস্ব UI XOS 7.0-এ।
ফোনটি কাদের জন্য:
ফোনটি তৈরি করা হয়েছে মিড রেঞ্জের গেমিং ফোন হিসেবে। প্রতিদিনের কাজ কর্ম খুব ভালোভাবেই হ্যান্ডেল করতে পারবেন ফোনটিতে। যেহেতু এটা বাজেট ফোন তাই আপনি এর থেকে এত ভালো পারফর্মেন্স আশা করতে পারবেন না। তবুও এই বাজেটে বর্তমান অফিশিয়াল মার্কেটে Infinix Hot 10 'ই হয়তো সেরা। একটি সাজেস্ট করার মত ফোন।
Social Plugin