Tecno Camon 16
![]() |
Techo Camon 16 ।।ছবি: সংগৃহীত। |
Tecno Bangladesh তাদের এই ফোনটি লঞ্চ করে ১০ অক্টোবর, ২০২০-এ; আর তারা এটি বাজারে আনে ১৬ অক্টোবর,২০২০ থেকে। Tecno Camon 16 বাজারে পাওয়া যাবে দুটি কালারে; Cloud White ও Purist Blue। আগেই বলে রাখি এটি একটি ক্যামেরা সেন্ট্রিক ফোন। এবার আসুন Tecno Camon 16 এর ভিতরে কি কি আছে তা জেনে নেই,
Tecno Camon 16 Price in Bangladesh:
Tecno Bangladesh তাদের এই ফোনটি আমাদের দেশে 16,990 BDT. দামে বিক্রি করছে, তারা শুধুমাত্র একটি স্টোরেজ ভেরিয়েন্ট (6/128Gb) আমাদের দেশে লঞ্চ করেন।
Camera:
Tecno Camon 16 এর পিছনে 48MP + 2MP + 2MP + 2MP ক্যামেরা রয়েছে যার সাহায্যে আপনি সুন্দর মানের ছবি এবং সর্বোচ্চ 4k @ 30fps ভিডিও রেকর্ড করতে পারবেন। ফোনটির সামনে একটি 16 এমপি সেলফি ক্যামেরা রয়েছে, যার সাহায্যে আপনি সুন্দর মানের ছবি এবং সেলফি তুলতে পারেন। আপনি সামনের ক্যামেরায় সর্বোচ্চ 1080p @ 30fps ভিডিও রেকর্ড করতে পারেন। ফোনটি তৈরি করা হয়েছে ক্যামেরা ফোন হিসেবে, তাই বলা যায় আপনি এর ক্যামেরা থেকে বেস্ট রেজাল্ট পাবেন।
Display:
Tenco Camon 16-এ রয়েছে HD+ ডিসপ্লে, যার সাইজ 6.8 ইঞ্চি। তার সাথে রয়েছে পাঞ্চ হোল ডিসপ্লে। মোটামুটি ভালই বলা যায় এই ডিসপ্লে।
Body and Sensor:
Techo Camon 15 প্লাস্টিক বিল্ড একটি ফোন। যার পিছনে আপনারা একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পেয়ে যাবেন। তাছাড়া ফেস আনলক তো থাকছেই। ফোনটির নিচের দিকে রয়েছে স্পিকার গ্রিল, micro-usb পর্ট ও মাইক। তবে এই দামে টাইপ সি পোর্ট দেওয়া উচিত ছিল যা আমাকে হতাশ করেছে।
Opratating system:
Tecno Camon 16 কোনটি চলছে Android 10 ভার্শনে। এছাড়া ফোনটিতে আপনি পাচ্ছেন তাদের নিজস্ব ইউ আই HI-OS
Processor:
Tecno Camon 16-এ আপনারা পাচ্ছেন Mediatek Helio G70 (12 nm). যা একটি প্রমাণিত গেমিং প্রসেসর। আশা করা যায় ফোনটি থেকে ভালো পারফরম্যান্স পাবেন।
Battery:
মোবাইলটিতে 5000mAh এর বিশাল ব্যাটারি ব্যবহার করা হয়েছে। যার সাহায্যে আপনি গড়ে ১২৫ ঘন্টা স্ট্যান্ড-বাই টাইম পাবেন এবং ১৬ ঘন্টা নর্মাল ইউজেসে ব্যাক-আপ পাবেন। পুরো চার্জে, আপনি প্রায় ৩৬ ঘন্টা পর্যন্ত কথা বলতে পারেন। ফোনে পুরো চার্জ করতে 18W ফাস্ট চার্জিং সহ প্রায় 2 ঘন্টা সময় লাগবে।
ফোনটি কাদের জন্য:
যারা অনেক বেশি ছবি তোলেন বিশেষ করে মেয়েরা তাদের জন্য এই ফোনটি বেস্ট। তার সাথে ফোনটিতে আছে একটি পরীক্ষিত গেমিং চিপসেট, যার ফলে গেমিং করলেও খুব বেশি একটা চাপ পড়বে না ফোনটি উপর। তবে দাম বিবেচনায় ফোনটি যদি আর একটু কমে ১২ বা ১৩ হাজারের মধ্যে রাখা যেত তবে বেস্ট ডিল হত।
Social Plugin