67.1 ওয়াটের GaN charger বাজারে আনছে Xaiomi , চোখের পলকে চার্জ হবে স্মার্টফোন

 য়েক বছর ধরে চীনা Tech জায়ান্ট Xiaomi, তার ডিভাইসগুলোর চার্জিং প্রযুক্তি নিয়ে নানারকম পরীক্ষা চালাচ্ছে। ইতিমধ্যে সংস্থাটি তার ওয়্যার্ড ফার্স্ট চার্জিং প্রযুক্তিতে বেশ কিছু আকর্ষণীয় চমক দেখিয়েছে। কয়েকদিন আগেই এয়ার চার্জিং প্রযুক্তি সামনে এনেছে Xiaomi। যেখানে ক্যাবেলের সাথে যুক্ত না করেও স্মার্টফোনে চার্জ দেওয়া সম্ভব। তবে সাম্প্রতিক সময়ের রিপোর্ট বলছে, এত অল্পতেই ক্ষান্ত হবার পাত্র নয় এই চীনা সংস্থাটি। খুব তাড়াতাড়ি Xiaomi বাজারে আরও একটি ফাস্ট চার্জার বাজারে লঞ্চ করার জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছে। 

ছবি: সংগ্রহিত
আজকে TUV Rheinland সার্টিফিকেশন ডেটাবেসে MDY-12-EU মডেল নম্বর যুক্ত নতুন এই , Xaiomi চার্জারটিকে দেখা গেছে। মনে করা হচ্ছে, এটি একটি GaN (গ্যালিয়াম নাইট্রেড) চার্জার হবে, যাতে ১১ভোল্ট ৬.১ সাপোর্ট এবং ৬৭.১ ওয়াট ফাস্ট চার্জিংয়ের সুবিধা থাকার সম্ভাবনা রয়েছে।



আরও পড়ুন: ১৫ হাজারে সেরা ৫টি ফোন


অবগতির জন্য বলে রাখি, GaN চার্জারগুলি গ্যালিয়াম নাইট্রাইড সেমিকন্ডাক্টর উপাদান ব্যবহার করে তৈরি করা হয়, যাতে সুপার থার্মাল কনডাক্টিভিটি, হাই-টেমপারেচার রেসিট্যান্স ইত্যাদি ফিচার রয়েছে। এছাড়া এগুলিতে অ্যাসিড এবং ক্ষার প্রতিরোধের সুবিধাও রয়েছে। তাছাড়া, চার্জারগুলোর আকার তুলনামূলক ভাবে ছোট ও হালকা হয় সাধারণ ফার্স্ট চার্জারের তুলনায়। এর আগেও Xaiomi 55 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা যুক্ত GaN চার্জার বাজারে এনেছে।


আরও পড়ুন:Infinix Hot 10 – ১৩ হাজারে এটাই কী সেরা?


তবে যদিও এটি Xaiomi 'র সবচেয়ে দ্রুততম চার্জার নয়, তবু আশা করা যায় এই ফাস্ট চার্জারটিকে হাই বা মিড-রেঞ্জের ডিভাইসগুলির জন্য ব্যবহার করা হবে। সেক্ষেত্রে, আগামী হাই/মিড রেঞ্জের ডিভাইসগুলিতেও একই রকম চার্জিং প্রযুক্তি থাকার জোরালো সম্ভাবনা রয়েছে।


আরও পড়ুন:Tecno Camon 16 Review In Bangla ।। Tecno Camon 16 কি ভালো ফোন?


আপাতত Xaiomi এই GaN চার্জার সম্পর্কে খুব বেশি তথ্য জানা যায়নি তবে, যেহেতু এটি সার্টিফিকেশন লাভ করেছে, তাই আশা করা যায় খুব শীঘ্রই এই চার্জারকে আনুষ্ঠানিকভাবে বাজারে আনবে Xaiomi। এই মাসের শেষের দিকে GaN চার্জার Xaiomi 'র আসন্ন স্মার্টফোনের সাথে বাজারে পা রাখতে পারে – এমন জল্পনাতে টেকদুনিয়া সরগরম হয়ে উঠেছে।


আরও পড়ুন: Xiaomi Poco M2 কি ভালো ফোন?

Reactions