বর্তমান প্রযুক্তির উন্নতির সাথে সাথে পাল্লা দিয়ে বেড়ে চলছে ফাইভ-জি ফোন ইউজারের সংখ্যা। তা নেহাতই প্রশ্নটি আসে যায়, ফাইভ-জি তো ইউজ করবো কিন্তু ব্যাটারি কি তাড়াতাড়ি শেষ হয়ে যাবে?
আরও পড়ুন»কিভাবে মেসেঞ্জার চালাবেন ।। মেসেঞ্জার চালানোর সহজ কৌশল ।। How to use Massenger !!
এ প্রশ্নের উত্তর আমরা আজ খুঁজবো। আপনি কীভাবে আপনার ফোনটি ব্যবহার করেন এবং যেখানে 5G কভারেজের মধ্যে আপনি কিভাবে ব্যবহার করেন তা সহ বিভিন্ন কারণের উপর নির্ভর করে।
আরও পড়ুন»Infinix Hot 10 – ১৩ হাজারে এটাই কী সেরা?
কিছু কিছু ক্ষেত্রে ফাইভ-জি দেখা গেছে আপনার ব্যাটারি 10 শতাংশ বেশি সেভ করে ফোরজি ফোন গুলো থেকে। এর কারণ হিসেবে মনে করা ফাইভ জি স্পিড বেশি তাই ফাইল ডাউনলোড স্পিড বেশি এর কারণে আপনার ব্যাটারি সেভ হচ্ছে কিন্তু ফোরজি স্পিড কম হওয়াতে আপনার ফাইল ডাউনলোড করতে সময় বেশি লাগে ব্যাটারি অপচয় বেশি হচ্ছে। তাই বলা যায় যে ফাইভ-জি তে কিছু কিছু ক্ষেত্রে ব্যাটারি সেভ হয়। আবার আপনি যখন ফাইভ জি স্পিড অনেক বেশি ডাটা ইউজ করছেন তখন কিন্তু আপনার আবার ব্যাটারি ড্রেইনও হচ্ছে।
বাংলাদেশে ফোরজি ভালো করে পাওয়া যায় না আবার আমি কেন ফাইভ জির কথা আলোচনা করছি আপনার মনে এই প্রশ্ন থাকতে পারে। কারণ কোনো না কোনো সময়ে আমাদের দেশে ফাইভ জি আসবে তাই এখন থেকে যদি আপনি এই তথ্যগুলি জেনে রাখুন তাতে তো আপনার কোন লস নেই। এখন আসি যুক্তরাষ্ট্রের কোথায়, যুক্তরাষ্ট্রে অলরেডি কিছু কিছু জায়গায় 5g চলে এসেছে কিন্তু সমস্যা হচ্ছে যুক্তরাষ্ট্রের মানুষের যখন ফাইভ জি ইউজ করছে তাদের মোবাইল অলরেডি 4g ইউজ করছে কিন্তু এখনো যুক্তরাষ্ট্রে ফাইভ-জি সবার জন্য উন্মুক্ত হয় সেখানে উন্মুক্ত হয়নি বলতে বুঝিয়েছি, ধরুন আপনি যুক্তরাষ্ট্রের সব জায়গায় সবসময় ফুলস্পিডে 4g পাবেন কিন্তু আপনার মোবাইল যখন ফাইভ-জি খুঁজতে যাবে তখন আপনার মোবাইলে একটি বিশাল এনার্জি নষ্ট হবে এই ফাইভ-জি খুঁজতে গিয়ে অর্থাৎ ফাইভ-জি নেটওয়ার্ক খুঁজতে গিয়ে। সে ক্ষেত্রে বলা যায় ফাইভ-জি আপনার ফোনের ব্যাটারি বেশি খরচ করবে।
আরও পড়ুন»Tecno Camon 16 Review In Bangla ।। Tecno Camon 16 কি ভালো ফোন?
ফাইভ-জি আমাদের জন্য আশীর্বাদ, কিন্তু আপনাকে এর অপকারিতা গুলো সম্পর্কে সচেতন থাকতে হবে তাছাড়া আপনি এই আশীর্বাদ এর সম্পূর্ণ উপভোগ করতে পারবেন না।ফাইভ-জি সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হলে সবার আগে নিশ্চিত করতে হবে সুষম বন্টন বাংলাদেশ ফাইভ-জি আসলে বাস্তবতা ফোরজি অবস্থা দেখলে বুঝা যায়। দেশকে ডিজিটাল করতে হলে হয়তো ফাইভ-জি আগামী দুই বছরের মধ্যে বা তার কম সময়ে চলে আসতে পারে এটা কথা শোনা যাচ্ছে যে আগামী 22 সালের মধ্যে ফাইভ-জি আসতে পারে বাংলাদেশে। সে ক্ষেত্রে অনেক ফাইভ জি মোবাইল আমাদের দেশে লঞ্চ হবে। সেই মোবাইল গুলোর ব্যাটারি সেভ সেভ করতে হলে অবশ্যই আপনাকে উপরের বিষয়গুলো মেনে চলতে হবে।
আরও পড়ুন»অ্যান্ড্রয়েডে আসছে অ্যান্টি-ট্র্যাকিং ফিচার,কোন অ্যাপ কতটুকু ডেটা নেবে নির্ধারণ করবেন আপনি.....
দেশে চলমান, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ চলতে থাকবে এবং চলবে। ফাইভ-জি আসবে।
আরও পড়ুন»67.1 ওয়াটের GaN charger বাজারে আনছে Xaiomi , চোখের পলকে চার্জ হবে স্মার্টফোন
Social Plugin